আন্তর্জাতিক খবর

৫৯ জন যাত্রীসহ নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান

নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান। তাতে ছয় শিশু-সহ ৫৯ জন যাত্রী ছিলেন। বিমানটি সম্ভবত ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন কয়েকজন। 

বিমানের গতিবিধিতে নজরদারি চালানো ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটে নাগাদ (স্থানীয় সময়) জাকার্তা থেকে এসজে১৮২ বিমানটি ওড়ে। সেটির গন্তব্য ছিল ওয়েস্ট কালিম্যানতান প্রদেশের পন্টিনায়াক। কিন্তু উড়ানের চার মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০ উড়ানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক মিনিটেরও কম সময় বিমানটি ১০,০০০ ফুট নীচে নেমে যায় বলে FlightRadar24-এর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে সুরাচম্যান নামে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, জাতার্কার উত্তরে জলে কয়েকটি একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন মৎস্যজীবীরা। কয়েকটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ধ্বংসাবশেষের ছবিও দেখানো হচ্ছে। টুইটারেও সেই ছবি ছড়িয়ে পড়েছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button