আইন ও অপরাধ
৮৫ কোটি টাকার সাপের বিষসহ ৫ জনকে আটক করেছে র্যাব

ঢাকার রামপুরা এলাকায় ৮৫ কোটি টাকার সাপের বিষসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আজ শুক্রবার (০৮ জানুয়ারি) রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালায় র্যাব-৪।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান খান বলেন, র্যাবের অভিযান চালমান রয়েছে।প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযান শেষ হলে বিস্তারিত বিষয় সম্পর্কে জানানো হবে।