আন্তর্জাতিক খবর

লেবাননে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনসহ কারফিউ

লেবাননে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৫ দিনের লক ডাউনসহ কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। বিবিসির খবরে এ তথ্য জানা যায়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে লেবানন সরকার। ওই দিন থেকে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে দেশটিতে।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ জানুয়ারি) একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

দেশটির মন্ত্রী কমিটির বৈঠক শেষে জানানো হয়, করোনা মহামারী চ্যালেঞ্জ এমন পর্যায়ে পৌঁছেছে লেবানিজদের জীবনকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। কঠোর নির্দেশনা ছাড়া এর সংক্রমন বা প্রতিরোধ আপাতত অসম্ভব। কারণ দেশটি হাসপাতালের শয্যা সরবরাহ করতে সক্ষম নয়।

জানা গেছে, রোববার লেবাননে ২৮ হাজার ৭শ’ জন নতুন করোনা সংক্রমণ নিবন্ধিত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button