জাতীয়

পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি

পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পি কে হালদারের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে ধরতেই ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

এর আগে সোমবার (৪ জানুয়ারি) পি কে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ ব্যাপারী ৩ দিনের রিমান্ড দেন আদালত।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানান, পি কে হালদারের ফ্ল্যাটটি কিভাবে ও কেন শঙ্খ ব্যাপারীর নামে হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় পি কে হালদারের এমন আরো সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ২৯ ডিসেম্বর পি কে হালদারের ২টি ফ্ল্যাট ও প্রায় ৬ একর জমি জব্দের নির্দেশ দেন আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “বিদেশে পলাতক পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকে এক হাজার ৫শ কোটি টাকা আত্মসাৎসহ সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫শ কোটি টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”

অন্যদিকে পি কে হালদার তার একাধিক বান্ধবীর নামে ৭০-৮০টি অ্যাকাউন্টে অর্থপাচার করেছেন— এমন প্রমাণও পাওয়া গেছে বলে জানান দুদক আইনজীবী।

এই বিভাগের অন্য খবর

Back to top button