শেরপুর উপজেলা

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

বগুড়া জেলার শেরপুরে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতে।

বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

রোববার (০৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বরইতলী এলাকায় বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও ৭০০ মিটার পাইপ জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপ স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। জড়িতরা পলাতক রয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবরিনা শারমিন বলেন, যেকোন অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। জনস্বার্থে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button