করোনা আপডেটবগুড়া

বগুড়ায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনার ফলাফলে নতুন করে ১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৮ জন। তবে করোনায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া শিবগঞ্জের জুলফিকার (৮০) এবং নওগাঁর মহাদেবপুরের দোস্তুল (৭০)। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে শনিবার শজিমেকে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৪জন প্রাণ হারান। এছাড়া নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৮ জন সদরের এবং বাকি একজন সোনাতলার বাসিন্দা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুুুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৬টি নমুনায় ১৮ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে বগুড়া জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ৯ হাজার ৬৩৪ জন এবং সুস্থতার সংখ্যা ৮ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৩০ জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৫৮ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button