আন্তর্জাতিক খবর

যুক্তরাজ্যে আজ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে

যুক্তরাজ্যে আজ (সোমবার ৪ জানুয়ারি) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হচ্ছে।

যুক্তরাজ্যে প্রায় ৫ লাখ ডোজ টিকা ব্যবহার শুরুর জন্যে প্রস্তুত রাখা হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্যের টিকা শুরুর এ ঘটনাকে কেন্দ্রীয় মুহুর্ত বলে অভিহিত করেছেন দেশটির স্বাস্থ্য সচিব।  কারণ, করোনার টিকা চালুর ফলে মারাত্মক এই ভাইরাসের সংক্রমণ এবং জারি থাকা বিধিনিষেধ প্রত্যাহার করা সম্ভব হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ ঠেকাতে স্বল্প-মেয়াদে কঠোর নিয়ম আরোপের প্রয়োজন হতে পারে।

দেশটির অক্সফোর্ড, লন্ডন, সাসেক্স, ল্যান্সশায়ার এবং ওয়ারউইকশায়ারের ছয় হাসপাতালে ৫ লাখ ৩০ হাজার করোনা টিকার ডোজ প্রস্তুত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button