শাজাহানপুর উপজেলা
শাজাহানপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৩ জানুয়ারি) বগুড়া ১১ পদাতিক ডিভিশনের ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. রেজাউল করিম এসব শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
লেফটেনেন্ট কর্ণেল মো. রেজাউল করিম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও সেনাবাহীনি সারাদেশে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। দেশের বিভিন্ন জেলায় এ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
শীতের তীব্রতা ও মহামারি সময়ে সেনাবাহীনির শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেন সমাজের দরিদ্ররা।