বগুড়া

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলামের ওপর হামলা এবং ক্যামেরা ও মাইক্রোফোন ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১ টায় শহরের সাতমাথায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়ার ঘোষণা দেয়া হয়। তারপরও সুরাহা না হলে একটি প্রতিনিধি দল প্রধাণমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ জানানোর চেষ্টা করা হবে বলে জানান সাংবাদিক নেতারা।

এর আগে গতকাল বুধবার প্রধাণমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের গৃহনির্মানে দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুজন সাংবাদিক।

উক্ত মানববন্ধনে একাত্মতা জানিয়েছেন টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাসদ, নিসচা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া লেখক চক্র, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ আরো সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

এই বিভাগের অন্য খবর

Back to top button