আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রে আবারও মৃত্যুর মিছিল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত একদিনেই সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১,৯৬৬ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৮১ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৪৩ হাজারের  বেশি।

ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২৫০ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ২ লাখের বেশি আর মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৮ হাজারের বেশি।

যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ হাজার ৩৮৫ জন আর প্রাণ হারিয়েছে ৩৫৭ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২৩ লাখ ২৯ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৮ কোটি ১৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৭ লাখ ৮১ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫ কোটি ৭৭ লাখের বেশি মানুষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button