নব্যদীপ্তি_শুদ্ধ চিন্তায় তারুণ্য

স্বাধীনতায় নারীর অবদান

হাজারো বীর মুক্তিযোদ্ধার মাতৃভূমির প্রতি অপার ভালোবাসা থাকার কারণে তারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের এই সোনার দেশকে স্বাধীন করেছেন।লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।ইতিহাসের পাতায় লেখা আছে তাদের প্রতিদান,ত্যাগ, সাহসিকতা এবং বীরত্বের কথা।কিন্তু তাদের এই বীরত্বের, সাহসিকতার পিছনে যাদের ভূমিকা রয়েছে আমরা তাদেরই ভুলে গেছি। যেই নারীর কারণেই তারা পেয়েছে মনবল, তারা পেয়েছে শক্তি তাদের কথা তাদের অবদান পরে গেছে ঢাকা।আমরা সবাই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা প্রদশর্ন করি কিন্তু আমরা তাদের মা,বোন,সহধর্মীনী, মেয়ের অবদান ভুলে যাই।কত মা হারিয়েছে তাদের অমুল্য রত্ন তাদের সন্তান। কত স্ত্রী করেছেন আত্মত্যাগ।কত মেয়ে বোন করেছে বাবাওভাই হারানোর কান্না। তবুও তারা জুগিয়েছে সাহস।অন্যায়ের কাছে মাথা নত করেনি।নরপিশাচ পাকিস্তানিরা তাদের ওপর ধর্ষন করার মতো জঘন্য অত্যাচার চালিয়েছে তবুও তারা হার মানেনি।তারা দিয়েছেন তাদের কাছের বীরকে সাহস,বল ও ভরসা।তারা নিজেদের সাধ্য অনুযায়ী দেশকে স্বাধীন করতে নিজেদের উৎস্বর্গ করেছেন কিন্তু তারা সেই শ্রদ্ধা ও সম্মানের স্থান পায় নি।তারা তাদের ন্যায্য সম্মান থেকে বঞ্চিত।

নুরে জান্নাত সাজ
নব্যদীপ্তিশুদ্ধচিন্তায়_তারুণ্য

এই বিভাগের অন্য খবর

Back to top button