জাতীয়শিক্ষা

দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারও বেড়েছে

আবারও বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। বন্ধ থাকবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অনলাইন শিক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।’

করোনা সংক্রমণ এড়াতে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে ছুটি আরও বাড়ানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button