আদমদিঘী উপজেলা

আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসাথে বিষপান

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে একই সঙ্গে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। এতে স্ত্রী নূরী বেগমের (৩৫) মৃত্যু হলেও স্বামী সেকেন্দার আলী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৬ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামীর বাড়িতেই নূরী বেগম মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামী সেকেন্দার আলীর সঙ্গে স্ত্রী নূরী বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একই সঙ্গে তারা বিষপান করেন। বিষক্রিয়ায় ঘটনাস্থলে নূরী বেগমের মৃত্যু হয়।

এদিকে, পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ জানান, সেকেন্দার আলীকে চিকিৎসা দেয়া হলেও তার অবস্থা গুরুতর।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। একজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button