স্বাস্থ্য

করোনাভাইরাস যেভাবে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে

করোনাভাইরাস মানবদেহে প্রবেশ করে কীভাবে ফুসফুসের কোষের ক্ষুদ্র অণুগুলোকে ক্ষতিগ্রস্ত করে; সেই রহস্য উদঘাটনের দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী।

তারা বলছেন, এই আবিষ্কার করোনার প্রতিষেধক তৈরি এবং চিকিৎসায় নতুন মাত্রা যুক্ত করবে।

এনডিটিভি জানিয়েছে, বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন (বিএসএমএম) এর বিজ্ঞানীরা এমন এক ধরনের প্রোটিনকে চিহ্নিত করেছেন, যা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের কোষের অণুর ধারা পরিবর্তন করে দেয়।

তারা গুরুতর এক ধরনের প্রোটিনের কথা বলেন, যার নাম- ‘ফসফরিলেশন’। এটি ফুসফুসের কোষকে এমনভাবে আক্রান্ত করে, যার ফলে কোষে দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়।

এই গবেষণার সহ লেখক অ্যান্ড্রু এমিলি বলেন, ‘অস্বাভাবিক এই পরিবর্তন ভাইরাসকে বহুগুণে বাড়িয়ে তোলে, করোনার নতুন কারখানা তৈরি করে।’

এভাবে ভাইরাসকে দীর্ঘাস্থয়ী হয় এবং শরীরে নতুন ভাইরাসের সৃষ্টি করে। এই নতুন ভাইরাস অন্য কোষকে সংক্রমিত করে, যেখানে চক্রটির পুনরাবৃত্তি হয়’-বলছিলেন এমিলি।

ম্যালিকুলার সেল জার্নালে প্রকাশিত এই গবেষণার গবেষকরা বিশ্বাস করেন, এই ফলাফল দেহের কোষের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে ও ওষুধ আবিষ্কারের পথে নতুন মাত্রা যোগ করবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button