বগুড়ায় ৩২ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

বগুড়া সদর থানার অভিযানে ৩২ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর থানার এস আই মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় : বগুড়া সদর থানার এস আই শরিফুল ইসলাম ও মুক্তার হোসেন গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ১২ অক্টোবর সন্ধ্যায় মাটিডালি ২য় বাইপাস রোডে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন ৩ জনের দেহ তল্লাশীকালে বুকে ও পেটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩২ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন : দিনাজপুর জেলার বিরামপুর থানার চপড়া পশ্চিম পাড়ার শাজাহান আলীর ছেলে সোহেল রানা (২৩), নবাবগঞ্জ থানার ধিয়াস পূর্ব পাড়ার মুনসুর আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩০), ধিয়াস পশ্চিম পাড়ার শরিফুল ইসলামের ছেলে হাসান গালিব @ শুভ (২০)।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান : তারা দীর্ঘদিন অগচরে বগুড়ায় ফেন্সিডিল এর কারবার করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।