আন্তর্জাতিক খবরকরোনা আপডেট

সারাবিশ্বে সুস্থ হয়েছে ৪ কোটি ৭০ লাখের বেশি করোনা রোগী

করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিন আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। এরই মধ্যে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ কোটি ৭৯ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে ৪ কোটি ৭০ লাখের বেশি।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৮ হাজার ১০৫ জন।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।  একদিনে ১ লাখ ৯৮ হাজার ৭০০ জন শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫০৮ জন।  প্রাণ হারিয়েছে ২ লাখ ৯০ হাজারের বেশি।

ভারতে মোট শনাক্ত ৯৭ লাখ ছাড়িয়েছে আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজারের বেশি। ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৭৭ হাজারের বেশি।

এই বিভাগের অন্য খবর

Back to top button