আন্তর্জাতিক খবর

যুক্তরাজ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ

বিশ্বে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে ফাইজার এবং বায়োএনটেক এর তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রয়োগ।

শুরুতে দেশটির সিনিয়র সিটিজেন বলেন, সম্মুখসারীর সেবাদাতা এবং স্বাস্থ্য কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দেশের ৭০টি হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

দিনটিকে গণকার্যক্রমের শুরুর দিন এবং ‘স্বাভাবিক জীবনে শুরুর দিন’ হিসেবেই উল্লেখ করছেন অনেকে।

সরকারি তথ্যমতে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৬০ হাজার মানুষ। গত সপ্তাহে নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়ার পরে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই ভ্যাকসিন সরবরাহ শুরু হচ্ছে। তবে ভ্যাকসিনগ্রহণ বাধ্যতামূলক নয় সেখানে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের একটি বড় পদক্ষেপ আজকের দিনটি।

তবে তারপরও করোনাভাইরাস নিয়ে শীতকালীন পরিকল্পনা পালন করার কথা বলেন তিনি। হাত ধোয়া, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

শুরুতে ৮ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। মোট ৪ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ২ কোটি জনগণের জন্য জনপ্রতি দুই ডোজ দেওয়ার জন্য যেটা পর্যাপ্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button