খেলাধুলা

কোহলি ছাড়িয়ে গেলেন কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে

আরও একটি মাইলফলক স্পর্শ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ছাড়িয়ে গেলেন কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। লিটল মাস্টার শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড নিজের করে নিলেন ভারতের বর্তমান অধিনায়ক

ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটি এতদিন দখলে ছিল শচীনের। ৩০০ ইনিংসে এই মাইলফলকে পা রেখেছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কোহলি ২৩ রান দূরে ছিলেন ১২ হাজারি ক্লাব থেকে।

২৪২ ইনিংসে এই রেকর্ড স্পর্শ করলেন কোহলি। শচীনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডের ১২ হাজারি ক্লাবে ঢুকে গেলেন বর্তমান অধিনায়ক।

এই তালিকায় কোহলি-শচীনের পর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩১৪ ইনিংসে ওয়ানডের ১২ হাজার পূর্ণ করেছিলেন তিনি। সেরা পাঁচের বাকি দুইজন লঙ্কান ক্রিকেটার। একজন কুমার সাঙ্গাকারা অন্যজন সনাৎ জয়সুরিয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button