সারাদেশ

উত্তরবঙ্গসহ সারা দেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে

উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সন্ধ্যার পর হাল্কা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

দিনাজপুরে মধ্যরাতের পর কুয়াশা থাকলেও ভোরে সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমে যাচ্ছে। এরপর সারা দিনই সূর্যের দাপটই থাকছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার জেলার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে শীতের তীব্রতা। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, উত্তরের আরেক জেলা পঞ্চগড়ে গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির মধ্যে উঠা নামা করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button