খেলাধুলা

রাজশাহীর থিম সং গাইলেন কিশোর

২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০’। আসরে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের থিম সং লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কিশোর দাশ। এরই মধ্যে ১৯ নভেম্বর দলটির জার্সি ও লোগের সঙ্গে থিম সংটি উন্মোচন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে রবিউল ইসলাম জীবন বলেন, ‘গত বছর বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের থিম সংটি আমার লেখা ছিল। সেবার রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ান হওয়ায় খুব আনন্দ পেয়েছিলাম। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর থিম সং লিখেছি। এই দলের কোচ, ম্যানেজার, অধিনায়ক থেকে শুরু করে অনেক খেলোয়াড়ের সঙ্গেই আমার সখ্য। সেই জায়গা থেকে কাজটা আরো বেশি উপভোগ করেছি।’

কিশোর দাশ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমরা গানটি তৈরি করেছি। গানে রাজশাহীর কিছু বিষয় তুলে ধরা হয়েছে। গানের কথায় ক্রিকেটীয় উত্তেজনা রয়েছে। সুর-সংগীতায়োজন এবং গায়কিও হয়েছে সেভাবে। আশা করি রাজশাহীর তথা সারা দেশের ক্রিকেট ভক্তরা গানটি পছন্দ করবেন।’

মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘গানটি আমরা শুনেছি। এর মধ্যে আনন্দ-উৎসাহের ব্যাপার আছে। খেলার সময় মাঠে প্লে হলেও খুব উপভোগ্য হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button