স্বাস্থ্য

বগুড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস

বগুড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস। ছড়িয়ে পড়ছে শিশুদের মাঝেও। নিয়মিত শরীর চর্চাকারীদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। চিকিৎসকদের মতে, স্বাস্থ্য সচেতনতা আর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নীরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস। অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপসহ নানা কারণে দিন দিন বাড়ছে এ রোগ। ৩০ বছর পার হলেই এ রোগের ঝুঁকি বাড়ছে। প্রতিদিনই বগুড়া ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে শত শত মানুষ।

নারী-পুরুষের পাশাপাশি শিশুদের আক্রান্তের হার এখন বেশি। এতে ঝুঁকিতে পড়ছে শিশুর ভবিষ্যৎ।

রোগ প্রতিরোধে আরো সচেতনতা দরকার বলে মনে করেন, চিকিৎসক।

কম খরচে আধুনিক চিকিৎসা সেবা দিচ্ছে বগুড়া ডায়াবেটিক সমিতি।

জেলায় তালিকাভুক্ত ডায়াবেটিস রোগী আছে প্রায় এক লক্ষ ছয় হাজার। এতে শিশু রোগীর সংখ্যা পাঁচ শতাধিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button