খেলাধুলা

ব্যাটিংয়ে তেজ, বোলিংয়ে জড়তা সাকিবের

২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে ৮ ম্যাচে করেছিলেন ৬০৬ রান। টাইগার তারকা যখন ফর্মের তুঙ্গে, তখনই হন নিষিদ্ধ। এক বছরের নির্বাসন শেষে সাকিব ফিরেছেন হোম অব ক্রিকেটে। শুরু করেছেন অনুশীলন।

ফিটনেস টেস্ট দিতে এমাসে দুই দফা শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেও করা হয়নি স্কিল অনুশীলন। রোববারই প্রথম সাকিবকে দেখা গেল ব্যাট-বল হাতে। ইনডোর সংলগ্ন আউটার মাঠের নেটে প্রথম ব্যাট হাতে ঘাম ঝরান সাকিব।

চার পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাকে সামলান অসাধারণ দক্ষতায়। সাকিবের নেট সেশনে মেন্টর হিসেবে ছিলেন কোচ সালাউদ্দিন।

প্রায় এক ঘণ্টার ব্যাটিং অনুশীলন শেষে খানিক বিশ্রামের পর বল হাতে তুলে নেন সাকিব। ফাঁকা নেটে হাত ঘোরান রানআপ ছাড়াই। বোলিং ড্রিল খুব বেশিক্ষণ করেননি টাইগার অলরাউন্ডার।

সাকিবের ব্যাটিং সেশন দুর্দান্ত হলেও বোলিংয়ে দেখা গেছে জড়তা। হাওয়ায় ভাসিয়ে অল্প গতিতে বল ছুঁড়েছেন। ফুট মুভমেন্ট ঠিক থাকছে কিনা সেটিতে মনোযোগী ছিলেন বেশি।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে সেপ্টেম্বরে বিকেএসপিতে সাকিব চার সপ্তাহের ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প করেছিলেন। শ্রীলঙ্কা সিরিজ সামনে থাকায় নিচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি। অক্টোবরে লঙ্কা সফর স্থগিত হওয়ায় সাকিব ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। নিষেধাজ্ঞার বছরে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন সেখানেই।

নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে সাকিবের মাঠে ফেরার কথা থাকলেও ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ফিরতে হচ্ছে তাকে। ২৪ নভেম্বর মিরপুরে শুরু হবে পাঁচ দলের আসরটি। সাকিব খেলবেন জেমকন খুলনার হয়ে। প্রত্যাবর্তনের মঞ্চ রাঙাতে শুরু করেছেন ব্যক্তিগত অনুশীলন।

এই বিভাগের অন্য খবর

Back to top button