খেলাধুলা

করোনায় আক্রান্ত হয়েছেন মোহাম্মদ সালাহ

নেইমার-রোনালদোদের পর এবার সে তালিকায় নাম লেখালেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কোভিড-১৯ পজিটিভ এসেছে মিসরের এই ফুটবলারের।

জাতীয় দলে থাকার সময়ে আক্রান্ত হয়েছেন সালাহ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মিসর ফুটবল ফেডারেশন। এ ছাড়া লিভারপুলের এফসি নিউজও খবরটি নিশ্চিত করে। মিসর ফুটবল ফেডারেশন জানায়, সালাহর কোভিড-১৯ পজিটিভ এলেও তাঁর শরীরে কোনো উপসর্গ নেই। আপাতত সেল্ফ আইসোলেশনে আছেন তিনি। বাকিদের টেস্টের ফল নেগেটিভ এসেছে।

করোনার কারণে জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচগুলো খেলতে পারবেন না সালাহ। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে আজ শনিবার টোগোর মুখোমুখি হবে মিসর। একই দলের বিপক্ষে আগামী মঙ্গলবার ফিরতি পর্বের ম্যাচ খেলবে সালাহর দল। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে দলের বড় তারকাকে পাচ্ছে না মিসর।

ফুটবলের অনেক বড় বড় তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কদিন আগে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দেন দুই রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হ্যাজার্ড ও কাসেমিরো। এর আগে আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, পাওলো দিবালা, পারদেসসহ আরো অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button