খেলাধুলা

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমার্ধে পিছিয়ে পরেও সমতা ফেরালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে।

ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। এ সময় লুকাস মার্টিনেজ কোয়ার্তা বক্সের মধ্যে ফাউল করেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে অ্যাঞ্জেল রোমেরো গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য প্রথমার্ধের বিরতির আগেই সমতা ফেরায় আর্জেন্টিনা। ৪১ মিনিটের মাথায় কর্নার পায় মেসিরা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান নিকোলাস গঞ্জালেস। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এর আগে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জয়লাভ করেছে। ৬ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

এই বিভাগের অন্য খবর

Back to top button