খেলাধুলা

স্পেনে কর ফাঁকিবাজদের কালো তালিকায় নেইমার

স্প্যানিশ কর কর্তৃপক্ষের কালো-তালিকায় আছেন হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে নেইমারের বকেয়া করের পরিমাণই সবচেয়ে বেশি। নেইমার আছেন শীর্ষস্থানে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নেইমারের বকেয়া করের পরিমাণ ৩৪.৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি ৩৯ লাখ টাকা)। স্প্যানিশ কর কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে।

নেইমার ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। দল পাল্টানো বিশ্ব রেকর্ড গড়ে তিন বছর আগে পিএসজিতে যোগ দেন তিনি।

নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এই নতুন না। বার্সায় থাকতেই নেইমারের বিপক্ষে কর ফাঁকির অভিযোগ ওঠে। তা আদালত, পর্যন্তও গড়ায়। তথ্যসূত্র: এএফপি

এই বিভাগের অন্য খবর

Back to top button