বগুড়া সদর উপজেলা

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪ ছিনতাইকারী আটক

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

৩০ জুন মঙ্গলবার রাত ৩ টায় বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের দক্ষিণপার্শ্বে ফাঁকা জায়গায় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী কুড়াল যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০৬ ইঞ্জি এবং ধারালো অংশের সামনের দিকে প্রস্থ ০৬ ইঞ্চি এবং১৬ ইঞ্চি লোহার বাটের সাথে সংযুক্ত(পুরাতন)। একটি ধারালো লোহার ছোড়া যার ধারালো অংশের দৈর্ঘ্য সাড়ে ১৮ ইঞ্চি এবং ০৮ ইঞ্চি কাঠের বাটযুক্ত(পুরাতন), এছাড়াও একটি খাঁচকাটা লোহার রড, যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০৫ ইঞ্চি ও একটি কাঠের লাঠি, যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০২ ইঞ্চি।

আটককৃত আসামীরা হলেন ১। মোঃ রুবেল(৩৯), পিতা-মৃত মন্টু খান, সাং-সূত্রাপুর রিয়াজ কাজী লেন, ২। মোঃ মাইনুল ইসলাম @ সজল(৪০), পিতা-শাহাদাত হোসেন, সাং-খান্দার ভিআইপি রোড,৩। মোঃ মনিরুল ইসলাম বারী(৪১), পিতা-মৃত আক্কেল আলী, সাং-সেউজগাড়ী আমতলা মোড় ও ৪। মোঃ আল আমিন(৩২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-চকসূত্রাপুর(কসাইপাড়া)।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে আসামিগণকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিরা সকলেই সদর থানার বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আটক আসামীগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা রুজু করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button