প্রয়োজনীয় তথ্য

ঘূর্ণিঝড় আম্পান ১৪৮ কিলোমিটার বেগে সাতক্ষীরা অতিক্রম করছে

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরা জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান ১৪৮ কিলোমিটার বেগে সাতক্ষীরা শহর অতিক্রম করছে। বুধবার রাতে (২০ মে) সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেন।

জুলফিকার আলী রিপন বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানের কেন্দ্র সাতক্ষীরার খুব কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। সাতক্ষীরা শহরে রাত ৯টা থেকে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে।’ এখনও এক থেকে দেড় ঘণ্টা এটি অবস্থান করবে বলে জানান তিনি।

এর আগে সন্ধ্যায় তিনি জানান, বিকাল ৪টা থেকে আম্পানের অগ্রভাগ সাতক্ষীরা-সুন্দরবন উপকূলে প্রবেশ করেছে। সাতক্ষীরা শহরে ৫২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর- বাংলাট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button