তারুণ্যের কন্ঠস্বর

করোনাত্তর পৃথিবী যেমন হতে পারে – সুজা উল মাহমুদ

করোনা ভাইরাসের কারণে পৃথিবীর মানুষের জীবনযাত্রা, সামাজিক ও অর্থনৈতিক যে সম্ভাব্য পরিবর্তন আসতে পারে তা এখন আলোচ্য বিষয়।

সম্ভাব্য পরিবর্তনের কিছু দিক তুলে ধরা হলোঃ

১. করমর্দন ও কোলাকুলির সামাজিক রীতিতে পরিবর্তন

২. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দূরত্ব মেনে নতুনভাবে আসন বিন্যাস

৩. ইন্টারনেট বা অনলাইন নির্ভরশীলতা বৃদ্ধি

৪. স্বাস্থ্যসেবার দিকে অধিক গুরুত্বারোপ

৫. সামাজিক অনুষ্ঠান আয়োজন হ্রাস

৬. ব্যক্তি জীবনে মিতব্যয়ীতা

৭. যেকোনো রোগ নির্ণয় ও ভ্যাকসিন আবিস্কার করার ক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণায় অধিক তৎপরতা

৮. মৃত্যুর ভয়ে ধর্মের প্রতি অধিকতর আসক্তি

৯. ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রবণতা

১০. বিভিন্ন মার্কেট ও কাঁচাবাজারে দূরত্ব মানার চেষ্টা

১১. ঘরে থাকার প্রবণতা বৃদ্ধি

১২. দানের ও সহায়তার ক্ষেত্রে উদারতার বিস্তার

১৩. যানবাহনে ভিড় এড়ানোর চেষ্টা

১৪. আমদানি-রপ্তানিতে ব্যপক পরিবর্তন

১৫. বাহিরের খাবারের প্রতি অনুৎসুক

১৬. ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর

১৭. খবরের কাগজের চেয়ে অনলাইন পত্রিকা বেশি পড়ার প্রবণতা

১৮. সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে ভিডিও বা টেলিকমুউনিকেশনের ব্যবহার বৃদ্ধি

১৯. নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সু্যোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধি

২০. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা

২১. রেমিট্যান্স হ্রাস

২২. উৎপাদন ব্যহত হওয়ার কারণে দেশি-বিদেশি পণ্যের মূল্য বৃদ্ধি

২৩. আমদানিতে না ঝুঁকে স্বনির্ভর হওয়ার প্রতি গুরুত্বারোপ

২৪. বেকারত্ব তথা দারিদ্র অধিকতর বৃদ্ধি

সুজা উল মাহমুদ
প্রভাষক (ইংরেজি) এ. কে. আজাদ স্কুল এন্ড কলেজ, বগুড়া

এই বিভাগের অন্য খবর

Back to top button