বগুড়া সদর উপজেলা

অঘোষিত লকডাউনে বগুড়া সদর পুলিশের ব্যতিক্রমী শাস্তি

করোনার মহামারী সারাদেশে দিনের পর দিনে বেড়েই চলছে, সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। খুব জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন।

করোনার বিস্তার ঠেকাতে বগুড়ার জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলার পরেও কথা শুনছে না জনগণ। বিভিন্ন অযুহাতে শহরে চলছে লোকজনের ভীড়।
রবিবার দুপুরে শহরের সাতমাথায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামানের নেতৃত্বে শহরে অভিযান চালিয়ে অপ্রয়োজনে যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে রোদে বসে রাখা হয়।

কারণ ছাড়াই শহরে এসে অযথা ঘোরাফেরা করা যুবকদের রোদে বসে রেখে সাময়িক ব্যতিক্রমধর্মী শাস্তি দিয়ে শহরে না আসার প্রতিশ্রুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
এসময় সেখানে অবস্থানরত বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান,মানুষ কোন ভাবেই নির্দেশনা মানছে না। করোনা ভাইরাস থেকে জেলাকে সুরক্ষার জন্যই প্রাথমিক ভাবে আমরা এই শাস্তির ব্যবস্থা রেখেছি। ধিরে ধিরে আরো কঠোর হব আমরা

এই বিভাগের অন্য খবর

Back to top button