বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সোর্স অব প্রোডাক্টের পিপিই,গ্লোভস,মাস্ক, স্যানিটাইজার বিতরণ

বগুড়ায় ই-কর্মাস ভিত্তিক প্রতিষ্ঠান সোর্স অব প্রডাক্ট, সিভিল সার্জন কার্যালয় বগুড়া ডাক্তারদের জন্য পিপিই, গ্লোভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

করোনার এই সংকটময় অবস্থাতেও মানবতা সেবার লক্ষে বগুড়ার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারী করে আসছে সোর্স অব প্রডাক্ট। যাতে করে সাধারণ মানুষ বাড়ির বাহিরে আসতে না হয় ।

আপনার কি লাগবে আমাদের বলুন আমরা আপনার বাসায় দিয়ে আসবো, আপনার বাসায় থাকুন।” প্রতিষ্টানটি এই স্লোগানের উপর ভিত্তি করেই কাজ করে যাচ্ছে।

করোনা প্রতিরোধক মাস্ক, গ্লোবস, পিপিই, হ্যান্ড স্যানিটাইজাহ সহ চাল, ডাল, জরুরী গ্রোসারী, ফলমূল ওষুধসহ ও অন্যান্য জিনিস তারা বাসার দিয়ে আসছেন।

বগুড়া থেকে যে কেউ ঘরে বসেই অর্ডার, ব্যাংক কার্ড,- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করে ঘরেই পণ্য পেতে পারবেন। সোর্স অব
প্রোডাক্ট এর ওয়েব থেকে অর্ডার করতে ক্লিক করুন – www.sourceofproduct.com

এর আগে এই প্রতিষ্ঠানটি আইন শৃঙ্খলা নিয়োজিত ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন। অর্ডারের একটা অংশ কর্মহীন, দুস্থ মানুষের জন্য দেওয়া কথাও বললেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

ডেলিভারী কাজে নিয়োজিত ব্যাক্তির নিরাপত্তা প্রদানসহ জীবানুনাশক উপাদান দিয়ে তাদের ব্যবহার করা যানবাহন স্প্রে করা হয়।
সোর্স অব প্রোডাক্ট করোনা প্রতিরোধে তাদের ওয়েবসাইট, ফেইজবুক পেজ থেকে শুরু থেকেই ব্যপক প্রচারণা চালিয়ে আসছে।

২০১৬ সাল থেকে বগুড়া, কালিতলা থেকে যাত্রা শুরু করে, আজ সারা দেশে প্রোডাক্ট ডেলিভারী সুনামের সাথে করে আসছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button