উপজেলানন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামে সরকারি ১৬৮ বস্তা চাল সহ আ’লীগের দুই নেতা আটক

বগুড়ার নন্দীগ্রামে শনিবার রাত ১১ টায় র‌্যাব-১২ (বগুড়া) স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলী।

এসময় অভিযুক্ত দুই নেতার হেফাজত থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

র‌্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে।

আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছেন তারা।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটক দুইজনসহ ডিলারের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button