আদমদিঘী উপজেলা

আদমদিঘীতে সরকারি নিষেধ সত্ত্বেও বন্ধ হচ্ছে না ছোট ছোট চা স্টল

বগুড়া জেলা আদমদিঘী উপজেলা বিভিন্ন স্থান ঘুরে দেখা গিয়েছে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থাকায় সরকারি নিষেধাক্কা মোতাবেক বন্ধ করে দেওয়া হয়েছে সবরকমের জনসমাগমপূর্ণ স্থান।

তবে এসব বিধি নিষেধের তোয়াক্কা না করে আদমদিঘী এলাকার বিভিন্ন স্থানে লুকোচুরির মধ্যদিয়েই খোলা রাখা হয়েছে ছোট ছোট পান, বিড়ি-সিগারেট ও চা-স্টল। এসব স্থানে ভীর করছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

সরেজমিনে আদমদিঘী উপজেলা কুন্দগ্রাম ইউপি বাগিচাপাড়া বাজারে গিয়ে দেখা যায় সব দোকান বন্ধ থাকলেও চা স্টল গুলো এখন বন্ধ করা হচ্ছে না। সব দোকান বন্ধ থাকার ফলে সেখানে চা খেতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী।

এসব প্রত্যন্ত এলাকায় প্রাশাসন সবসময় নজরদারিতে রাখতে পারে না বলেই সুযোগ নিচ্ছে এসব চা-স্টল দোকানীরা, এমন মন্তব্য করছেন এলাকাবাসী ।

স্থানীয় একাধিক গ্রাম পুলিশের সাথে কথা বলে জানা যায়, এসব দোকানীদের অনেক বার বারণ কথা সত্ত্বেও দোকান বন্ধ রাখছে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button