প্রয়োজনীয় তথ্যবগুড়া সদর উপজেলা

বগুড়ায় সকল দোকানপাট বন্ধের নির্দেশ: জেলা প্রশাসক

কিছু ব্যতিক্রম ব্যাতিত সকল দোকানপাট বন্ধের নির্দেশ।

সারাবিশ্বে কোভিড-১৯ এর মহামারি আকার ধারণ করায় স্থবির বিশ্ব অর্থনৈতিক অঞ্চলসমূহ। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অবস্থান আশঙ্কাজনক অবস্থায়।

এর মধ্যে বগুড়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বগুড়া জেলা প্রশাসন।

শুধুমাত্র কাঁচা বাজার, মুদি দোকান এবং সার-বীজ-কীটনাশক-কৃষি যন্ত্রপাতির দোকান সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকাল ৫টার পর ঔষধের দোকান এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোনো দোকান কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না। শুধুমাত্র সরকারি জরুরি সেবাসমূহ এই ঘোষণার বাইরে থাকবে।

সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক ফয়েজ আহমেদ স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় জেলা প্রশাসকের এমন নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button