বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর সেনাসদস্যরা

আজ শনিবার সামাজিক দূরত্ব বজায় রাখতে বগুড়ায় তৎপরতা দেখা গেছে সেনা সদস্যদের। শহরের সাতমাথা, বড়গোলা মোড়, রাজাবাজার ও কাঁঠালতলা এলাকায় জনসাধারণের ভিড় কমাতে কাজ করছে তারা।

এসময় বিনাপ্রয়োজনে জটলা করে থাকা মানুষ ও যানবাহন সরিয়ে দেন তারা। এতে এসব এলাকা কিছু সময়ের জন্য খানিক জনশূণ্য হলেও সেনা সদস্যরা অন্যত্র চলে যাবার পর আবারও জনসমাগম বাড়তে থাকে এসব বাজার এলাকায়।

এদিকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাজারে সেনাসদস্যদের তৎপরতাও ছিলো অন্যান্য দিনের চেয়ে বেশি। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মাটিডালি, মানিকচক, সাবগ্রামসহ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় চালানো হয় এই অভিযান। একইসাথে বিভিন্ন বাজারে চালানো হয় সতর্কতামূলক প্রচারণা।

এই বিভাগের অন্য খবর

Back to top button