নাগরিক সেবা

করোনা: বগুড়ায় সকাল ফাউন্ডেশন কর্তৃক হাত ধোয়ার ক্যাম্প চালু

আজ রবিবার প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য “সকাল ফাউন্ডেশন” কর্তৃক বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় জনসাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

উক্ত হ্যান্ড ওয়াশিং সেন্টার উদ্বোধন করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এস এম বদিউজ্জামান।

সকাল ফাউন্ডেশনের সভাপতি এস এম শামীম বগুড়া লাইভকে জানান, আজ থেকে সাতমাথায় জনসাধারণের হাত ধোয়ার ক্যাম্পের প্রাথমিক যাত্রা শুরু করেছি আমরা। বগুড়া শহরের বেশ কিছু স্থানে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে।

সেই সাথে সকাল ফাউন্ডেশনের ভলেন্টিয়ারদের তৈরি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দুস্থ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত আছে বলে জানান প্রতিষ্ঠানের সভাপতি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button