টিএমএসএসধুনট উপজেলা

টিএমএসএস’র উদ্যোগে ধুনটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে টিএমএসএস এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক সোহরাব আলী, যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, সহকারি পরিচালক আলমগীর আলম, জোনাল ম্যানেজার হানজালার রহমান, আব্দুর রশিদ, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব হোসেন, কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, টিএমএসএস ধুনট অঞ্চলের ব্যবস্থাপক আফজাল হোসেন ও সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি প্রমুখ।

উল্লেখ্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়নের ১১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে মাদক বিরোধী মিনি ম্যারাথন দৌড়, উচ্চ লম্ফ, একক সংগীত ও নৃত্যসহ ১৩টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button