প্রয়োজনীয় তথ্য

সকাল ফাউন্ডেশন ইয়ুথ কনফারেন্স এর শেষ পর্যায়ের টিকিট বিক্রি শুরু

সকাল ফাউন্ডেশন ইয়ুথ কনফারেন্স ২০২০ এর শেষ পর্যায়ের সীমিত আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাবে সাইবারটেক শাখা ডলফিন টাওয়ার নূর মসজিদ জলেশ্বরীতলা বগুড়ায়।

আয়োজকরা প্রথম পর্যায়ে সীমিত টিকেট জনসাধারণের জন্য উন্মুক্ত করলেও জনগণের দেখা গেছে উপচে পড়া ভীড় এবং অনেকেই টিকিট না পেয়ে হতাশ। তাই শেষ পর্যায়ের টিকিট বিক্রি সীমিত সময়ের জন্য নির্ধারণ করেছে।

আগামী ১২ মার্চ বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এই প্রথম আসছেন ফেসবুক ইউটিউবে শিক্ষা প্রদানকারী ১০ মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বগুড়ার যুগ্ন দায়রা জজ শাহাদাত হোসেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রেন্ট ম্যানিং। অনুষ্ঠানে চমক হিসেবে আরো থাকবে তারকা মডেল ও অভিনেত্রী শামীমা তুষ্টি, মীরাক্কেল সিজন-৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি।

পুরো অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে “বগুড়া লাইভ“।

এই বিভাগের অন্য খবর

Back to top button