গণমাধ্যম সংক্রান্ত

বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন সাধারণ সম্পাদক আরিফ নির্বাচিত

বগুড়া প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচনের নয়ন-আরিফ প্যানেল জয়লাভ করেছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন মনোনিত এই প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদুল আলম নয়ন (জনকন্ঠ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদন্ধী রেজাউল হাসান রানু (বগুড়া), পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এসএ টিভি) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদন্ধী প্রার্থী সুমনা রায় (চাঁদনী বাজার) পেয়েছেন ৭০ ভোট আর অপর প্রার্থী সবুর শাহ লোটাস (দুরন্ত সংবাদ) পেয়েছেন ৩৯ ভোট।

বৃহস্পতিবার প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এরপর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন) ৯৪, আব্দুল মোত্তালেব মানিক (কালের খবর) ৯০, এস এম কাওছার (সমকাল) ৮৮,

নির্বাচিত প্রার্থীগণ

যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু (আলো প্রতিদিন) ১০৭, সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো) ১০৩, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল (জনকন্ঠ) ১২৪, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু (বৈশাখী টিভি) ৮৯, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন ( যমুনা টিভি) ৯৭, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন (ভোরের দর্পন) ৯৭, পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা) ১১৩, কার্যনির্বাহী সদস্য জে এম রউফ (দেশ টিভি) ১১২, তানসেন আলম (বাংলা বুলেটিন) ১১১, মিলন রহমান (ভোরের দর্পন) ১০৬, প্রদীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া) ১০৩, আব্দুর রহিম (মুক্তবার্তা/খোলা কাগজ) ১০৩, ইনছান আলী শেখ (নোতুন খবর) ৯৩, লতিফুল করিম (মাই টিভি) ৯৩, প্রবীর মোহন্ত (সংবাদ প্রতিদিন) ৮৮, ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল২৪) ৮৮ ভোটপেয়ে নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button