কবিতা

কবিতাঃ শহীদের স্মরণে বিজয়ের মাস – মারজিয়া মিতা

শহীদের স্মরণে বিজয়ের মাস

হে বীর মনে করে দেয় আজ
বিজয়ের মাস
তোমাদের আত্মা ত্যাগের প্রতিদানে
ষোল এ ডিসেম্বর স্বাধীনতা পেয়েছিলাম আজ।।

ভুলবেনা কোনোদিন এই বাংলায়
যত আসবে নবীন
তোমাদের রক্তে আজো লাল
এই বাংলার যমিন।।

তোমাদের স্মরণেই পালন করি
আজকের এই দিন
তবু কিছুতেই শোধ হবেনা
জানি তোমাদের ঋণ।।

যতদিন থাকবে চন্দ্র সূর্য
যতদিন থাকবে এই যমিন
হে বীর জেনে নাও তবে
তোমরাও ততোদিন স্মরণিয় হয়ে রবে।।

তোমাদের সম্মান শুধু নয়
আমাদের কাছে
তোমাদের সম্মান দিবে আরো
পরম ঈশ্বরে নিজে।।

হে বীর আজ তোমাদের কথা দিলাম
মা মাটির নামে
তোমাদের অর্জিত স্বাধীনতা রক্ষিত রাখবো
যা দিয়ে গেছো জীবনের দামে।।

লিখেছেনঃ কবি মারজিয়া মিতা

Back to top button