বগুড়া সদর উপজেলাবিশ্ববিদ্যালয়বেসরকারী বিশ্ববিদ্যালয়শিক্ষাশিক্ষা প্রতিষ্ঠান

পুন্ড্র ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধিঃ উত্তরবঙ্গে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় বগুড়ার কিছু উদ্যোগী ব্যাক্তির সমন্বয়ে ‘পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে ২০০১ সালে হিউম্যান ইম্প্রুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এই HI-Foundation এর দ্বারা ২০০২ সালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পায়।

তিল তিল করে পূর্ণতা পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় পরিবেশগত দিক সুরক্ষিত রাখতে গত রবিবার(১৫ই ডিসেম্বর) দুপুর বারোটায় Pundra University Science Club এর উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
সায়েন্স ক্লাবের সদস্য ছাড়াও অনেক ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছিল এ কর্মসুচিতে ।

এসময় উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট গোলাম ক্বাদেমুল এহ্সান, প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা এবং সম্মানিত লেকচারারবৃন্দ।

অত্যন্ত একনিষ্ঠ ও সুষ্ঠভাবে পালিত হয় কর্মসুচিটি ।

ক্যাম্পাস পরিষ্কার করার মুহূর্ত
ছবি- Gqa Pobitro
ক্যাম্পাস পরিষ্কার করার মুহূর্ত
ছবি- Gqa Pobitro

এই বিভাগের অন্য খবর

Back to top button