বগুড়া সদর উপজেলা

বগুড়া হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

দাবী না মানলে পহেলা জানুয়ারী থেকে রাস্তায় নামার আল্টিমেটাম হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ৷

বগুড়া লাইভ ডেস্কঃ আজ বুধবার সকাল ১১ টায় বগুড়ার হোটেল ও রেস্তোরার শ্রমিকদের ৩০% হারে বেতন বৃদ্ধি, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, সকল সেক্টরে ৮ ঘন্টা ডিউটি চালু সহ একাধিক সুযোগ সুবিধার দাবিতে বগুড়ার সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন ৷

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম খোকন ৷ সাধারণ সম্পাদক, মোঃ আল আমিন ৷ সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া ৷ বগুড়া জেলা জাসদের সম্মানিত সভাপতি রেজাউল করিম তানসেন ৷ বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম ৷ জাতীয় শ্রমিক জোটের নেতা সারোয়ার হোসেন সহ বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়েনে সদস্যা বৃন্দ ৷

এ সময় বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নে পক্ষ থেকে বলা হয় যে বগুড়ার হোটেল ও রেস্তোরা সমুহে কর্মরত শ্রমিক, কর্মচারীগন উপযুক্ত মজুরী না পাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে ৷ এমনকি টাকার অভাবে সু-চিকিৎসা করতে হিমশিম খাচ্ছে ৷ এমতবস্থায় সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে না পাড়ায় সন্তানেরা শিক্ষা সুযোগ থেকে বন্চিত হচ্ছে ৷

এ অবস্থায় বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে ৩০% হারে বেতন বৃদ্ধি করণ সহ, যাতায়াত ভাড়া, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, নিয়োগ পত্র, ছবিসহ পরিচয় পত্র প্রদান, প্রকৃত হাজিরা খাতা, সকল সেক্টরে ৮ ঘন্টা ডিউটি চালু, ৮ ঘন্টার বেশি ডিউটির জন্য দ্বিগুন হারে ওভার টাইম ভাতা প্রদানসহ প্রচলিত শ্রম আইন বাস্তবায়ন করতে হবে ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button