উপজেলাবগুড়া জেলা পরিচিতিবগুড়া সদর উপজেলাবগুড়ায় থাকা

দীর্ঘ ১৬৫ বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে বগুড়ার উডবার্ন লাইব্রেরি

মানিক (বগুড়া সদর প্রতিনিধি): দীর্ঘ ১৬৫ বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে বগুড়ার উডবার্ন লাইব্রেরি। সেউজগাড়ি পানির ট্যাংকির পাশে লাইব্রেরিটি অবস্থিত ।

১৯ শতকের ১ম ও মধ্যসময়ে সুদূর ইংল্যান্ডে গড়ে ওঠে পাবলিক লাইব্রেরি আন্দোলন। জনগণের প্রবল দাবির মুখে ১৮৫০ সালে ব্রিটিশ সংসদে পাস করা হয় পাবলিক লাইব্রেরি বিল।

তৎকালীন সময়ে ভারতবর্ষে ব্রিটিশদের আধিপত্য থাকাতে ভারতেও এর প্রভাব এসে পড়ে।

এর ধারাবাহিকতায় ১৮৫৪ সালে বগুড়ায় প্রতিষ্ঠা পায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি। যে লাইব্রেরির বর্তমান নাম ‘বগুড়া উডবার্ন জেলা সরকারি গণগ্রন্থাগার’। বর্তমানে লাইব্রেরিটি শহরের সেউজগাড়ি তে অবস্থিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button