কাঁচা বাজারকেনাকাটানন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কুন্দারহাট বাজার

আশিক(নন্দীগ্রাম,বগুড়া): নন্দীগ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা-বেচার বিশাল হাট হচ্ছে “কুন্দারহাট বাজার”। নন্দীগ্রাম শহর হতে প্রায় ৩ কিলোমিটার উত্তরে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বিশাল এলাকা জুড়ে প্রতি রবিবার ও বুধবার এই হাট বসে। হাটে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্যাদি পাওয়া যায়।

প্রতি রবিবার ও বুধবার এই হাটে নন্দীগ্রামের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতা আসেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা-বেচার জন্য। ফলে বহু লোকের সমাগম হয় এই হাটে। হাটে কাঁচা শাক-সবজি থেকে শুরু করে মাছ-মাংস এবং বিভিন্ন ধরনের দেশীয় সদাই পাওয়া যায়।
এছাড়াও এ হাটে ধান-চাল,মাটির তৈরী তৈজসপত্র,বিভিন্ন ধরনের পরিধেয় বস্ত্র, হাঁস-মুরগি ও গৃহপালিত পশু সহ বিভিন্ন ধরনের জিনিস কেনা-বেচা করেন এ এলাকার লোকজন।

কয়েক দশক ধরে হয়ে আসা এই হাট এখন নন্দীগ্রামের বড় বড় হাট গুলোর মধ্যে অন্যতম একটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button