টিএমএসএসবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঝড়ে শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে রাস্তায়

বগুড়ায় ফণীর তান্ডবে শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে রাস্তায়।

শনিবার ফনীর তান্ডবে দুপুর আনুমানিক দেড়টা নাগাদ বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সামনে এ শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি ভেঙ্গে গেছে।

ফনীর প্রভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা শোনা না গেলেও বগুড়া অতিক্রমের সময় ফনীর প্রভাবে সৃষ্টি হওয়া ঝড়ো হাওয়ায় মহাসড়কের পাশে এ বড় আকারের শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটি ভেঙ্গে পরে।

এ ঘটনার কারনে ঘন্টাখানেক বগুড়া-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। তবে কোনোপ্রকার হতাহতের খবর পাওয়া যায় নি।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গাছটি সড়িয়ে নেওয়াতে যান চলাচল আবারো স্বাভাবিক হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button