পলিটেকনিক ইনস্টিটিউট

বগুড়া পলিটেক ইন্সঃএ অগ্নি নির্বাপণ ও উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আনুমানিক সকালে ঘটিকা হতে ফায়ার সার্ভিসের আনুমানিক ২৪হতে ২৫সদস্যের একটি দল ইন্সটিটিউটের খেলার মাঠে শিক্ষক, শিক্ষার্থী,বিভিন্ন কর্মচারীবৃন্দদের মাঝে এ প্রশিক্ষণ ও প্রাথমিক ধারণা দেয়।

এর পরে ইন্সটিটিউটের সেমিনার কক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের দ্বারা দূর্ঘটনা হতে রক্ষা পাওয়া এবং তাৎক্ষণিক করনীয় বিভিন্ন কাজ সম্পর্কে সবাইকে অবহিত করা হয়৷

এসময় ইন্সটিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিঃ শাহাদাৎ হোসেন, ভাইস প্রিন্সিপাল ইঞ্জিঃ জয়নাল আবেদীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button