বগুড়ার ইতিহাসসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দি উপজেলা সম্পর্কিত তথ্য




অবস্থানঃসারিয়াকান্দি উপজেলার উত্তরে সোনাতলা উপজেলা, পূর্বে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা, দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলী উপজেলা অবস্থিত।


নামকরণের ইতিহাসঃসারিয়াকান্দি উপজেলার নামকরণের সঠিক কোন তথ্য পাওয়া যায় নাই। (নাম করনের কোন ইতিহাস জানা থাকলে শেয়ার করুন)।


উপজেলা প্রতিষ্ঠার পটভুমি:১৮২১ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা প্রতিষ্ঠিত হলে, রাজশাহী জেলা হইতে আদমদিঘী, শেরপুর, নওখিলা ও বগরা থানা, রংপুর জেলা হইতে দেওয়ানগঞ্জ ও গোবিন্দগঞ্জ এবং দিনাজপুর জেলা হইতে লালবাজার, ক্ষেতলাল,ও বদলগাছি থানা নিয়ে সর্বসমেত নয়টি থানা দ্বারা ”বগরা জেলা” সংগঠিত হয়। সারিয়াকান্দি থানা প্রতিষ্ঠার পূর্বে ইহা নওখিলা থানার একটি ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল।


১৮৬৮ খ্রিষ্টাব্দে মানস নদী মরিয়া যাওয়ায় ২০ মার্চ নওখিলা পুলিশ থানা সারিয়াকান্দিতে স্থানান্তরিত হয়। ১৯১৪ খ্রিষ্টাব্দের পূর্ব সময় পর্যন্ত বর্তমান গাবতলী থানা সারিয়াকান্দি থানার একটি ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। প্রশাসনিক কাজের সুবিধার্থে ১৯৫১ খ্রিষ্টাব্দে সারিয়াকান্দি থানা হতে সোনাতলা, বালুয়াহাট, জোরগাছা এবং দিগদাইড় ইউনিয়ন গাবতলি থানায় অন্তভুক্ত করা হয়।


১৯৮৩ খ্রিষ্টাব্দে সারিয়াকান্দি থানা উপজেলা হিসেবে উন্নীত হয়।
প্রশাসনিক এলাকাঃসারিয়াকান্দি পৌরসভা চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ। হাটশেরপুর ইউনিয়ন পরিষদ। কাজলা ইউনিয়ন পরিষদ। সারিয়াকান্দি ইউনিয়ন পরিষদ। নারচী ইউনিয়ন পরিষদ। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ। কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদ। কুতুবপুর ইউনিয়ন পরিষদ। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ। চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ। কামালপুর ইউনিয়ন পরিষদ। বোহাইল ইউনিয়ন পরিষদ।
জনসংখ্যার উপাত্তঃজনসংখ্যা ২৪০০৮৩ জন (প্রায়)পুরুষ ১২২৮৮৪ জন (প্রায়)মহিলা ১১৭১৯৯ জন (প্রায়)লোক সংখ্যার ঘনত্ব ১০৪.৮৫ (প্রতি বর্গ কিলোমিটারে) মোট ভোটার সংখ্যা ১৪৫৪৮৮ জন পুরুষভোটার সংখ্যা ৬৯৩৮৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৭৬১০৫ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৪৫% মোট পরিবার (খানা) ৫৫৭১৯ জন।


শিক্ষা প্রতিষ্ঠানঃসরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৮ টি। অস্থায়ী রেঃ প্রাথমিক বিদ্যালয় ০৩ টি। কিন্ডারগার্টেন স্কুল ০৪ টি । জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৪ টি উচ্চ বিদ্যালয় সহশিক্ষা ২২ টি। উচ্চ বিদ্যালয় (বালিকা) ০৩ টি।দাখিল মাদ্রাসা ১০ টি। আলিম মাদ্রাসা ০১ টি।ফাজিল মাদ্রাসা ০৩ টি।কামিল মাদ্রাসা নাই কলেজ (সহপাঠ) ০৪ টি।কলেজ (বালিকা) ০১ টি। শিক্ষার হার ৪২%, পুরুষ ৩৭.১০%, মহিলা ২৭.২৭% ।


কৃতীমান ব্যক্তিত্বঃ ১.তবিবর রহমান (বি,এ) খ্যাতিমান দৌড়বিদ।২. আব্দুল মান্নান, (সংসদ সদস্য, সারিয়াকান্দী-সোনাতলা)।৩. আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত সচিব) পাট মন্ত্রণালয়।৪. লে. জেনারেল গোলাম মুক্তাদির (বি.ডি.আর-এর সাবেক মহাপরিচালক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব)। ৫. রজিব উদ্দিন তরফদার (অবিভক্ত পাকিস্তান সরকারের প্রাদেশিক এম.এল.এ)৬. কর্নেল মোমিন (বাংলাদেশ সরকারের সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী)

এই বিভাগের অন্য খবর

Back to top button