বগুড়ার ইতিহাস

বগুড়া জেলা ডাকঘর সম্পর্কিত ইতিহাস


১৮০৭ খ্রিষ্টাব্দে বগুড়া (বগরা) থানা প্রতিষ্ঠার পর তৎকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর পোষ্ট অফিস রুপে বগরা শহরে স্থাপিত হয়। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে একজন পোষ্ট মাস্টার, একজন সহকারী পোষ্ট মাস্টার এবং পত্র বিলিকারকের মাধ্যমে বগুড়া (বগরা) পোষ্ট অফিস পরিচালিত হয়।


বাবু ভৈরব চন্দ্র মুখোপাধ্যায় প্রাথমিক পর্যায়ে এই পোষ্ট অফিসের ডাক মুন্সিগিরি হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি একজন পোষ্ট মাস্টার হিসেবে পদন্নোতি লাভ করে পোষ্ট মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বাবু ভৈরব চন্দ্র মুখোপাধ্যায় একজন সৎ ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন।


১ আগস্ট ১৯৫৫ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা কেন্দ্রীয় ডাকঘর প্রথম শ্রেণীর ডাকঘর রুপে আত্মপ্রকাশ করে। বর্তমান সময়ে বগুড়া জেলা কেন্দ্রীয় ডাকঘর হিসেবে পরিচিত।


এখানে উল্লেখ্য যে, ১৯৫৫ খ্রিষ্টাব্দের পর হতে বগুড়া ও রংপুর পোস্টাল সুপারেন্টেন্ডের প্রধান কার্যালয় বগুড়া সদরে অবস্থিত ছিল।


১৯৪২ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা ডাকঘর- এ টেলিগ্রাম বা ফোন সংযোজন করা হয়। পরবর্তী সময়ে কিছু সংখ্যক শাখাগুলোতে টেলিগ্রাম বা ফোন সংযোজন করা হয়।


বর্তমান বগুড়া জেলার ডাকঘর সমুহের শাখা সমুহঃ
আদমদিঘী উপজেলাঃআদমদিঘি ডাকঘর ৫৮৯০শান্তাহার ডাকঘর ৫৮৯১নরসৎপুর ডাকঘর ৫৮৯২
বগুড়া সদর উপজেলাঃবগুড়া সদর ডাকঘর ৫৮০০বগুড়া ক্যান্টনমেন্ট ডাকঘর ৫৮০১
ধুনট উপজেলাঃধুনট ডাকঘর ৫৮৫০গোসাঁইবাড়ি ডাকঘর ৫৮৫১
দুপচাচিয়া উপজেলাঃদুপচাচিয়া ডাকঘর ৫৮৮০তালোরা ডাকঘর ৫৮৮১
গাবতলি উপজেলাঃগাবতলি ডাকঘর ৫৮২০সুখানপুকুর ডাকঘর ৫৮২১
কাহালু উপজেলাঃকাহালু ডাকঘর ৫৮৭০
নন্দীগ্রাম উপজেলাঃনন্দীগ্রাম ডাকঘর ৫৮৬০
সারিয়াকান্দি উপজেলাঃসারিয়াকান্দি ডাকঘর ৫৮৩০চন্দনবাইশা ডাকঘর ৫৮৩১
শেরপুর উপজেলাঃশেরপুর ডাকঘর ৫৮৪০চান্দাইকোনা ডাকঘর ৫৮৪১পল্লী উন্নয়ন একাডেমী ডাকঘর ৫৮২২


শিবগঞ্জ উপজেলাঃশিবগঞ্জ ৫৮১০


সোনাতলা উপজেলাঃসোনাতলা ৫৮২৬ তথ্য সংগ্রহেঃ গোলাম জাকারিয়া কনক


তথ্যসুত্র:১. বগুড়া বৃত্তান্ত – কালী কমল সার্বভৌম (১৮৬১) ।২. বগুড়া ইতিহাস – শ্রী প্রভাস চন্দ্র সেন ৩. বগুড়া ইতিকাহিনী- কাজি মোহাম্মদ মিছের ।

এই বিভাগের অন্য খবর

Back to top button