বগুড়া জেলা পরিচিতিবগুড়ায় থাকাবগুড়ার ইতিহাস

করতোয়া নদী এখন ময়লার ভাগাড় শহরের সব নোংরা পানি এ নদীতে

করতোয়া নদী দেখে মনে হতে পারে ময়লা ফেলার স্থান কিন্তু এটি বগুড়ার করতোয়া নদী। প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগরের অন্যতম যোগাযোগ মাধ্যম ছিলো এই করতোয়া। এখন দখলদারদের দৌরাত্ম্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।


যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঐতিহাসিক পুণ্ড্রনগর, সেই করতোয়া এখন সংকীর্ণ খাল। বগুড়া শহরের সব নোংরা পানি এ খালে গিয়ে পড়ে। বাসাবাড়ি, হাসপাতাল-ক্লিনিক ও শিল্প-কারখানার বর্জ্যের ভাগাড়ও এই নদী। কিনার পর্যন্ত দখল হয়ে যাওয়ায় নদীর পাড় বলে আর আলাদা কিছু নেই! যুগ যুগ ধরে এ অবস্থা চললেও এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই!


করতোয়া সহ দেশের সকল নদীকে বাঁচাতে হলে আমাদের সচেতন হবে। কেননা নদী দিয়ে প্রবাহিত পানি ভূ-গর্ভস্থ পানির স্তরকে রিচার্জ করে। আর সেই নদী যদি মরে যায় তার কু-ফল ভোগ করতে হয় সেই এলাকার মানুষকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button