ছবিঘরবগুড়া সদর উপজেলা

এবার শিক্ষার্থীদের সাথে নিরাপদ সড়ক চাই স্লোগানে মিশে গেলো বগুড়া জেলা পুলিশ

বগুড়া জেলা পুলিশ ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালীও করেছে

স্কুল কলেজের সাদা ড্রেসে তোমরা পেরেছো। পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এমনটাই হওয়া উচিত ছিল অনেক আগেই।

বগুড়া জেলা পুলিশ ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালী করেছে। ঘুষ-তদবীর বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রদের সাথে হাটছে। নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদের সাথে তারাও মিশে গেছে।

বগুড়া ট্রাক মালিক সমিতি বিজ্ঞপ্তি দিয়েছে তারা লাইসেন্স ছাড়া কোন ড্রাইভারের হাতে গাড়ি দিবে না। এক গাড়িতে দুইজন করে ড্রাইভার দেবে। ট্রাকের স্পিড ৪০ রাখার নির্দেশ দিয়েছে। ট্রাকে ওজনের থেকে বেশী মাল নেয়া নিষিদ্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃত এবং গতির কারণে দূর্ঘটনা ঘটলে সেই ড্রাইভারকে পাঁচ বছর বগুড়াতে কোথাও চাকরি দেবে না।

বাংলাদেশের প্রথম জেলা, ছাত্রদের দেখানো পথে হাটছে। এভাবে একটি একটি করে সবগুলো জেলা সঠিক পথে চলে আসবে।

লেখা:  ফিরোজ

এই বিভাগের অন্য খবর

Back to top button