বগুড়া সদর উপজেলা

৫ম বারের মত বগুড়ায় ‘প্রজেক্ট হাসিমুখ’ এর ঈদবস্ত্র ও ফল বিতরণ সম্পন্ন

এস.বি , বগুড়া লাইভ: ১৩ জুন, ২০১৮ ইং তারিখে (২৭ রমজান) ‘প্রজেক্ট হাসিমুখ’ বগুড়ায় ঈদবস্ত্র ও ফল বিতরণ সম্পন্ন করেছে ৫ম বারের মতো।

আজ বগুড়া জিলা স্কুলে সকাল প্রায় ১১ টায় ঈদবস্ত্র বিতরণ শুরু হয়। এ সময় এখানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জনাব নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এবং জেলা পরিষদের প্যানেল মেয়র সুলতান মাহমুদ খান রনি। তারা এই ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী বেশ খানিকটা সময় নিয়ে পরিদর্শন করেন এবং ‘প্রজেক্ট হাসিমুখ’ কমিটিকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

‘প্রজেক্ট হাসিমুখ’ এর এবারেরও শিরোনাম ছিল ‘চলো এই ঈদে হাসি ফোটাই ওদের মুখে’। এটি মূলত বগুড়া জিলা স্কুল এর এস.এস.সি ২০১৫ ব্যাচের উদ্যোগ-এ সম্পাদিত হয় স্টুডেন্টস এসোসিয়েশন বগুড়া এর ব্যানারে। তাই অন্য শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীরাও এর সাথে সক্রিয়ভাবে কাজ করে। এবার এই সংগঠন এক দিনে প্রায় ৮০০ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও ফল (আপেল) বিতরণ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button